Tuesday, March 20, 2007

এক্সপায়ার্ড আত্মকথন

তুমি তো আসলে তাÿ
যা তুমি রচেছো নিগূঢ়ভাবে
কলমের ক্ষিপ্রতায় গেঁথে নেয়া সতেরশÿ মুখর বর্ষা-সন্ধ্যায়
তোমার বেদুইন চপ্পলেরা সস্তা ছন্দে মেতে
তোমাকে বইয়ে নিয়েছে যে বিস্ফারিত রঙ্গশালায়,
যে উচ্ছৃষ্ট তুমি অনর্গল ঠুকরে খেয়েছো এখানে সেখানে
ম্যাকডোনালস কিংবা সামরিক সাইরেনে ন্যুব্জ ফুটপাতে
তুমি তো আসলে তাÿ, নাকি?

তোমাকে তবে মসৃণ মহাসড়ক ছেড়ে
ক্ষুধার্ত হারগিলের মতো অসম দীর্ঘাঙ্গি হতে হবে কেন?
অন্ধ-বণিকের মতো অনর্থক হাতড়ে হাতড়ে হাঁপিয়ে উঠে
কেন তোমাকে পেরোতে হবে মলিন পুরনো অবয়ব?
কেন সুস্বাদু রাইফেলে ঘেরা ছমছম সীমান্তের মতো
গোপন সচেষ্ট প্রয়াসে পেরিয়ে যেতে হবে
সময়ের রক্তলাল কাঁটাতার?

আমরা কেন ভীষণ মগ্নতায় স্পৃষ্ট হয়ে
এক্সপায়ার্ড কদমের মতো
অবিরাম ঝুলতে পারছিনা বর্ষার শীতল আশ্রয়ে?
পরিত্যাক্ত, একাকি আর হয়তো বিমর্ষ দারুণ
তবু মন্দ কি! আপন আলয়ে ভীষণ জমাট হয়ে
এক নাতিক্ষুদ্র জনমের মতো
বিদ্যুৎস্পৃষ্ট মিকেল্যাঞ্জেলো হয়ে থাকা!

Monday, March 19, 2007

জলপাইরাঙা স্বদেশ ২

জলপাই গুড়িতে আরো একবার নত হবে
আলোকোজ্জ্বল প্রমত্ত নগর
সন্ধ্যা নামবে হলুদ বিকেলের আগে
আর শেষ নিঃশ্বাস ছাড়লে মুমুর্ষু বিপনী
কোমর দুলিয়ে উঠবে জেগে শ্বাপদ-রাত্তির

কখনও সময় আসে মার্চপাস্ট করে
ঘোলাটে বিউগলের কাঁপা কাঁপা আর্তনাদে
চাপা পড়ে লালন-ভূমি, হাসনের নিবিড় স্বদেশ
কখনও চিলের দেশে আঁধার নামে
বধ্যভূমির গহীন গর্ভে বর্শার তীক্ষ্ণতায়
ডানা মেলে নেমে আসে ধূসর প্যারাট্রুপার

দেখো, আরো একবার
সার বেঁধে হাঁটবার জমাট আদেশে
মাতৃভূমি আড়ষ্ট আমার, কারণ
লোভোন্মত্ত পশুদের বিবাদ অবকাশে
কিঞ্চিৎ ডানা ছড়িয়েছে জলপাইবাগান
উত্তরে মেঘালয়-আসাম
আর দক্ষিণে তিমির বঙ্গোপসাগর।