জলপাই গুড়িতে আরো একবার নত হবে
আলোকোজ্জ্বল প্রমত্ত নগর
সন্ধ্যা নামবে হলুদ বিকেলের আগে
আর শেষ নিঃশ্বাস ছাড়লে মুমুর্ষু বিপনী
কোমর দুলিয়ে উঠবে জেগে শ্বাপদ-রাত্তির
কখনও সময় আসে মার্চপাস্ট করে
ঘোলাটে বিউগলের কাঁপা কাঁপা আর্তনাদে
চাপা পড়ে লালন-ভূমি, হাসনের নিবিড় স্বদেশ
কখনও চিলের দেশে আঁধার নামে
বধ্যভূমির গহীন গর্ভে বর্শার তীক্ষ্ণতায়
ডানা মেলে নেমে আসে ধূসর প্যারাট্রুপার
দেখো, আরো একবার
সার বেঁধে হাঁটবার জমাট আদেশে
মাতৃভূমি আড়ষ্ট আমার, কারণ
লোভোন্মত্ত পশুদের বিবাদ অবকাশে
কিঞ্চিৎ ডানা ছড়িয়েছে জলপাইবাগান
উত্তরে মেঘালয়-আসাম
আর দক্ষিণে তিমির বঙ্গোপসাগর।
Monday, March 19, 2007
জলপাইরাঙা স্বদেশ ২
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
বিমোহিত হই আপনার কবিতা পড়ে পড়ে। লিখুন আরো আর স্থায়ী সংরক্ষণের ব্যবস্থা অবশ্যই করবেন।
Post a Comment