Thursday, December 14, 2006

উদ্ভ্রান্ত অন্ধকার

শহুরে উপকণ্ঠ থেকে প্রমত্ত জোয়ার
উল্কার মতো দূর্বিনীত সমীকরণে
ভেঙ্গে পড়ে এখানে ওখানে
মহীয়ান অহংকারে হাসে
নৈমিত্তিক স্যাঁতস্যাঁতে ছায়াছবি
গর্জন দোল খায় সিম্ফনি সুরে
আর্তচিৎকার গীটারে স্লোগানে
কুরোসাওয়ার সাদাকালো ক্যানভাসের মতো
কুষ্ঠব্যাধিগ্রস্থ শহর দিগন্তে আজ
প্রবল কাকস্য মিছিল

নীল নকশার জটিল প্রকৌশল
শহরের প্রধান পথে, প্রাসাদে
চতুর্দিকে বেতাল সন্ত্রস্ত পদশব্দ
আর ক্ষুধার গোপন গরজে
মৃত্যুপরোয়ানা পায়ে পিষে
ধীরে ধীরে গড়ে ওঠা
এক কোটি নিখুঁত বিভ্রান্ত দৌড়বিদ
ইতস্তত দুঃসময় দলিত মথিত করে
দৌড়ে চলেছে সেই উদভ্রান্ত শহর
আরাধ্য গিলোটিনে আকন্ঠ আটকে পড়া
আমরা দেখছি সেই মাতাল অলিম্পিক

ভয় কি! একা নও তোমরা মোটেই
অশনি ভবিষ্যতের জগদ্দল পুটুলি মাথায়
সারি বেঁধে দাঁড়িয়ে দেখো
ঘৃণায় কুঁকড়ে যাওয়া অনাগত প্রজন্ম সবাই...
মহাবিস্ফোরণ কাউকেই জীবন্ত ছেড়ে দেয়না।

No comments: