Thursday, December 14, 2006
গুটিকতক স্বপ্ন-শব
আমরা কতিপয় দুর্জন বুভুক্ষু দর্শক
ক্ষমতার বিষে তীক্ষ্ণ বর্ষার ক্ষুরধার শিকার
অগ্ন্যুৎপাত, লাভার স্রোতে গলে ভেসে
নিরুদ্দেশ হারানো টইটুম্বুর স্বপ্ন-সাধ
লাল জামার ভেজা পাটাতন
ভেজা রাজপথে নিদ্রার মতো হালকা রোদ্দুর
পদশব্দে শ্মশানগামী কোরাসের ঘ্রাণ
কিংবা মাদকের মতো ঘুম ঘুম অ্যাসাইলাম
কালো পিচের অনেক গভীরে কান পাতলে
দুপুরের নিষ্প্রভ ধোঁয়ার মতো
গ্রাহামবেলের সূত্রবাঁধা শব্দটুকরার দোলা
যেখানেই থাকো আগুনে কিংবা আকাশে
কিংবা মানুষ-বাঘের কোরাসে কেনা সাদা কফিনে
ফিনাইলের গন্ধের মতো অন্তিম সত্য সব
আমরা বাস করেছিলাম প্রাসাদের কালে
হাওয়া-বাতাস আর স্বপ্ন সুধার কবলে
সার-বাঁধা বেপরোয়া মানুষেরই মতো
আমরা কতিপয় দুর্জন বুভুক্ষু প্রাণী
উড়তে শিখেছিলাম একদিন
ইকারুসের মতো, প্রথম উন্মত্ত আছড়ে পড়া
অরভিলের স্বপ্নের মতো
তোমরা সভ্যতার গল্পগাঁথা সেলাই করো
ঐতিহাসিক অনৈতিহাসিক ক্ষণিক উচ্চারণেই
নির্দেশ করো উদোম প্রাণীদের মৃত্যুর পথ
তোমাদেরই নিরঙ্কুশ দাবি পথে ও পানিয়ে
আমরা মুর্খেরা শুধু হেঁটে যায় দুর্জন মিছিলে
রক্তের গন্ধে সাঁতার শিখে চলি
মহাকালের ঊষাকাল থেকে সূর্যাস্ত অবধি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment