Thursday, December 14, 2006
আকাশ ছুঁয়ে দেবো
বিহঙ্গের কারাগার থেকে
ডানামেলা নীলিমার স্বপ্ন বুনতে থাকি আমি,
গতিমান শব্দের সাগর পেরিয়ে আজ-
পায়ের আওয়াজ খোঁজে মাটির জমিন।
সিঁথি কাটা শালবন ছুঁয়ে ছুঁয়ে যায়-
সুদুরে লালিমা আকাশ,
নুনের গন্ধ মেখে জলরঙ ছবি আঁকে বক বালিহাঁস।
সফেদ ডানার আঁশে ক্ষয়ে যায় ঘুম,
ইকারুস! ইকারুস!
হাত কেটে বসে আছে নিরব নিঝুম।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment