Thursday, December 14, 2006
ফিরে আসে ডানার আওয়াজ
আরো কত মগ্ন চৈতন্যে সাঁতারিবে মন
আর কত লাল বেলাভূমে কুণ্ঠিত সকাল
নরম পলিমাটির মতো ভিজে ভিজে
অমরত্বের কথা কইবে?
কিংবা আগুনের নিখুঁত গল্প সন্ধা-সাগরিকায়
তোমাকে ভাসিয়ে নেবে এক লহমায়
বলো, দুর্গন্ধ শহর শিয়রে ধুসর দিনলিপি
কতদিন আর আনবে ফিরিয়ে পুরনো প্রত্যুষ
এবার একটু মাতাল হও মগ্ন নাবিক,
মাতাল চোখে চেখে দ্যাখো ঈষাণের স্বাদ
সময় হলো সত্যি আবার
হালের ক্ষিপ্রতায় ভাসিয়ে দাও দিকভ্রান্ত নৌযান
হয়তো নোনতা নারিকেলে বিশ্রাম হবে ঢের
হয়তো জঙলি আঙুর, মহুয়ার গভীর ঘ্রাণে
মাতাল ঘুমিয়ে রÿবো কুড়িটি বছর
নয়তো নতুন সিন্দাবাদের বৈঠার তালে
পুরনো মানুষখেকো উঠবে জেগে
সবুজ পাথর-দ্বীপ শুনবে আবার অজগর হিসহিস
খোরাক মিলবে বুঝি বুভুক্ষু শকুনের
তবু বদলে দাও এই ধোঁয়াশা আকাশ,
অলিক চুম্বকে ঘেরা মরিচিকা দিন
দ্যাখো, স্যাঁতস্যাঁতে পাটাতনে ভেসে
নিরুদ্দেশ হারানোর স্বপ্নেরা
ভীষণভাবে ডানা মেলছে আবার...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment