Thursday, December 14, 2006

পঙক্তি ছুঁযে ফেরা

গোধুলির মতো তীর্যক গান আজকাল
আঙিনার চত্ুির্দকে বাতাসে উড়ছে অবিরাম
আকাশ কিছুটা নেমে এসে চলে যাচ্ছে আবার
রোদ্দুরের পরাজয় মেখে গাছপালা অবসন্ন
ঠিক আমারই মতো
মধ্যজুনের হিমবাহের খোঁজে বদ্বীপ চষে ফিরছে
কেউ বলছেনা- প্রকাশ্য হৃদয় আমার
কিভাবে বিলিয়ে গেছে রক্তের নহর;
সাথে লবণাক্ত সিরাপ হয়ে মিশে
একাকি প্রহরের আঁকাবাঁকা ধারার মতো নির্জিব ক্রন্দন

[ক্রন্দন শব্দটি ইতিহাসে ছুঁড়ে দেয়া যায়তো এখন।
মনুষ্যসমাজে এর অকৃতকার্যতা এখন
আমার লঘু অস্তিত্বের চেয়েও ম্রিয়মান।
শুধু স্রষ্টার, বন্ধু আমার, প্রলম্বিত গালিচার কনিকারা
এখনও ভিজে ওঠে খানিকটা
আমার বিশুষ্ক ক্রন্দনে, সেই আশা।]

কেউ জানোনা বোধহয়
শক্ত তোষকে শুয়ে স্বপ্ন দেখার নিয়ম
কিংবা ফলাফল
বুভুক্ষু তুমি দুরাচারি মরুভূÿ লু-হাওয়ায়
একাকি নিক্ষিপ্ত হবে একদা।
প্রহরেরা ক্রন্দসী বলাকার সাথে ডানা নেড়ে
হারিয়ে যাবে দারুচিনি দ্বীপের গভীরে।
আর সমুদ্রের পড়শীরা নতুন কোন সুনামীর মতো
স্বপ্নশুদ্ধ লেপ্টে দেবে তোমাকে
তোমার অতি-পরিচিত শক্ত তোষক কিংবা
খুব দুঃখী ধরণীর কোন টুকরো দুয়ার মুখে।

No comments: