Thursday, December 14, 2006

মুঠো মুঠো বিষণ্ন সকাল


সিঁদ কেটে ঘরে আসে জীবনের কত না আহ্লাদ
নির্জন চেহারায় ছাপ ফেলে মায়াবী আকাল
নতুন আকাশে দেখি চিন্তার জ্বোনাকি সাঁতার
কায়ক্লেশে বয়ে আনে মুঠো মুঠো বিষণ্ন সকাল

নতুন অধরা ভূবন আকাশে আকাশে খোঁজে
সারবাঁধা বেকার পেটুক, পরিপাক হলে শেষ
বিলাসের বারতি আশায় ক্ষয়ে যায় ঘুম
বিদ্বেষে ক্ষয়ে আসে আয়ু
প্রথম প্রহরে তাই নির্বীজ মাতাল মিছিল
বাড়ায় নিজের দেনা, বারবার প্রতিবার
জীবনের গলিতে, সড়কে, ক্ষয়ে যায়, রয়ে যায়
যায় না তো চেনা

এরই মাঝে তবু থাকে মেলোডি নিক্কন-
সেও এক রাত জাগা বটে,
নেই শুধু পড়ে যাওয়া
ঘুমন্ত জমিন ছুঁয়ে হিংসার নিবিড় গিরিতটে।

No comments: