Thursday, October 23, 2008

আগুনের বৃষ্টির জন্য প্রার্থনা

এইতো হামাগুড়ি দেয়া ভোরের সড়ক
দুপুরের ছায়াঢাকা মর্গ আর
ক্রুদ্ধ সন্ধ্যার ছিঁড়ে নেয়া ছিটমহল
তীক্ষ্ণ ছোবলে নির্দয় প্রহর
ক্রমাগত চষছে আমার বুক
আর মধ্যাহ্ন চৈত্রের বহ্নিশিখা
এফোড় ওফোড় করে
শুষে নেয় নদী-নালা
চুমুকে নিঃশেষ করে
অলিন্দে বয়ে চলা উষ্ণ প্রস্রবণ

কুড়ানো রণ'পার প্রতিটি ল্যান্ডমার্কে
পৌঁছি আমি ভেজা ভেজা ধ্বংসস্তুপে
ইতিহাসের কর্কস স্রোত
বয়ে যায় লাফিয়ে লাফিয়ে
আর পুরনো অশ্বক্ষুরের ধুম্র মেঘে
পারমানবিক শীতল কোরাস

সতেরো হাজার জিজ্ঞাসার সশস্ত্র প্রহরায়
আমার উড়াল এখন অজানায়
প্রতিটি স্টেশন এখন ব্যাবিলন
আর লাল চাবুক হাতে
অনাগত যুবাদের সামরিক অভ্যর্থনা

লাল কাগজে সত্যি দরখাস্থ করেছি আমি
নক্ষত্রের আগুন থেকে এবেলা
দু'ফোটা বৃষ্টি হোক...

No comments: