Thursday, October 23, 2008

ঘ্রাণ মিশেছে এই আশ্রমের দেয়ালে

বেনিয়া কামান গোলা, লোভের অনল
প্রত্যাঘাতে আছড়ে পড়ে যেসব নারিকেলবাড়িয়ায়
সেসব কেল্লার মতো মসৃণ আশ্রয় তুমি
আকাশ ধরেছো বুকে, সাগরে ভিজেছে মন
ইতিহাস শিশুর আদলে ঘুরেছে তোমাকে ঘিরে
আর মায়ার তুমুল তরঙ্গ সাঁতড়ে
তুমি চায়ের গেলাস পৌঁছে দিয়েছো
তিন লক্ষ তৃষিতের কঠিন শুষ্ক দ্বারে
কিভাবে পারো যে তুমি
এভাবে পেরিয়ে যেতে পতিত হেমন্ত...

আমি তোমাকে দেখি ছাতিম গাছের মতো
মমতায় অবনত
পরিত্যাক্ত জুটিদের কান্না আর কোলাহল
আলুথালু পিষ্ট হয় তোমারই ছায়ায়
আর পরিশ্রান্ত শ্রমিকের ঘর্মাক্ত চেতনা
প্রশ্রয় পায় তোমার নিষ্কলুষ অবগাহনে
কী নরম বিস্ময় তুমি
এইতো বাতাসে উড়িয়ে দিলাম হৃদয় কপাট
ঘুর্ণির ক্ষিপ্রতায় ফুঁসে ওঠা
তোমার দুরন্ত বাতাস চেতনা নাড়িয়ে যাক...

No comments: