Thursday, October 23, 2008

এক নির্দোষ অপরাহ্ণের ডায়েরি

অতঃপর সত্যিই একদিন
লাল জলাধারে জমা হলো
পাহাড় ফুঁড়ে নেমে আসা আটটি প্রস্রবণ
আর বাস্পের ডানায় ভেসে সবাই
উড়ে গেলো সবুজ তৃণভূমির ল্যাণ্ডস্কেপে

তবে ঘুরে আসা যাক কল্পজগত
ওখানে কংক্রিটের দলায় টেরাকাটা প্রত্নতত্ত্ব
সমাজ সভ্যতার কয়েক শতাব্দী
নিবিড় হয়ে জমে আছে
কৃত্রিম দেয়াল ঘেরা জনাকীর্ণ গুঞ্জনে
বাতাসে ইতিহাসের ঘ্রাণ
পোড়ামাটির আস্তর খসে উদ্দাম
পূর্বপুরুষের বৈভব পাণ্ডুলিপি
আর রোদের তীর্যক চাহনিতে
জ্বলজ্বলে জ্বলছে
আদিযুগের রহস্যময় হায়ারোগ্লিফিক্স

সময়ের তীক্ষ্ণ ঝটকায়
লহমায় পৌঁছি আমরা উত্তর আধুনিকে
ইতিহাসের ঘ্রাণমত্ত চোখে সামনে তাকাই
দেখি আকাশে চলেছে ভেসে দস্যু জাহাজ
চিৎকার হৈ চৈ-এ কোরাসবদ্ধ জেগে ওঠে
ঈষৎ প্রলম্বিত কৃত্রিম শহর
আর জলের গহীন থেকে বাতাসের পরমাণুতে
অবিরাম প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়তে থাকে
দানা দানা উচ্ছ্বল সময়...

সময়ের দখিনা বাতাসে
আমাদের খেয়া তরী আলগোছে পেরিয়ে যায়
উত্তর আধুনিক ঘ্রাণের পাহাড়...

এক নরম গোধুলিকে সারি রেখে
পশ্চিমাকাশ বিছিয়ে নিয়ে বসেছি ক’জন
দিগন্তে প্রচ্ছন্ন ভীষণ
সহস্র মিনারে সাজানো বাতাসের শিকাগো শহর
বিরতীহীন নিঃশ্বাসের ঢেউয়ে উড়ে গেলে সমস্ত প্রলাপ
কথা বলে মৌণ দিগন্ত বিশাল
অস্তিত্বের ক্ষুদ্রতায় হঠাৎ
দারুণ চুপসে পড়ি আমরা ক'জন...

No comments: