এখানে এখনও অনেক আকাশ
নীল আর নক্ষত্রের নিবিড় দহরম
এখানে এখনও বাতাসের বিবিধ ডানা
বয়েসী বৃক্ষ-বাকল ছুঁয়ে ওড়ে
হয়তো কখনো ধারালো শীতল ফলা
চুষে খায় সাইবেরিয়ার ঘ্রাণ...
এখানে এখনও নিত্য হলুদ সূর্যোদয়
নিমপাতা ছায়া ফেলে শিশুদের গালে
ভীষণ নরম করে হাসে শিশুরা
মায়ের তৃষিত কোল ছেড়ে দেবে যেন
গুটি গুটি হামাগুড়ি, অনায়াস শুদ্ধতায়
মিশে যাবে বিবিধ ঝরা পাতা, ফড়িং, ঘাসফুল
আর লালচে কাঁকড়, ধুলো-মাটির দেশে
এখানে এখনও মুঠো মুঠো ছেঁড়া মাঠ
বেঘোরে ঘুমোয় দেখো কিশোরী মটরশুঁটি,
সর্ষের হলদে দেয়ালে বিভ্রম আলোর নাচন
বালিহাস বলাকার কপট গুঞ্জনে
সার বেঁধে পথে নামে কিষাণের দল
রূপালি ফলায় চষে নেয় নরম জমিন
পৌষের কুহক বেলায় মিষ্টি স্বদেশ আমার
নেয়ে ওঠে শিশিরের তুমুল স্নানে
আহা, কী অসীম মমতায়..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment