Thursday, October 23, 2008

অন্ধ কুশিলবগণ

মৃত্যুর কড়াই থেকে খুবলে আনা জীবন
তীরের ফলায় গেঁথে শূন্যে ছুঁড়ে দিলাম
এই আমার নিরঙ্কুশ বাজি
নিশ্চিত কোনদিন পড়বে ধসে এই উত্তপ্ত প্রাসাদ
ধসে পড়বে রঙিন কুশিলবগণ
আর ভীষণ দমকা বাতাসে
ভস্মকণার মতো ছড়িয়ে পড়বে দানা দানা মিউজিক

এখানে এখন মিটমিটে আলোর বরফ, কাঁচ ভাঙা চোখ
আর ভীষণ কম্পনে উড়ে আসছে অন্ধ ঈগল
ভূমধ্যসাগরের তীব্র নীল ইতিহাসের গহীন থেকে
তুমি দেখে নিও এই পাটাতন ভেঙে যাবে
ভেঙে যাবে কাঁচের অতীত, স্বপ্নমাদুলি
আর নিমজ্জমান চিৎকারে
চিরতরে উড়ে যাবে হলুদ অতিথি অনেক

তবু বন্ধ হবে না কখনো
সুরের ডানায় চড়ে বিষণ্ন পঙক্তির সুতীব্র পতন
শিহরিত চোখে ক্রোধের চিহ্ন খুঁজি নীল আসমানে
কোথায় কিভাবে হায়ারোগ্লিফিক্স-এ জমে আছে
তিমির অন্ধদের ভাগ্যলিপি
একক ইঙ্গিত স্বল্পই বটে
এবার যৌথ ইঙ্গিতের তেলআবিব হয়ে
কালো পাতায় খোদিত হবে এই বয়োজ্যেষ্ঠ অন্ধ প্রাসাদ...

No comments: