আবারো ঘোলাটে ক্ষুর, ক্ষুধার নখর
উন্মত্ত আঁচড়ে দিলো স্বদেশের উষ্ণ পাঁজর
এখন পৌষের আঁধার কুয়াশায়
অনায়াস যাচ্ছে মিশে ক্ষুধিতের দীর্ঘশ্বাস
পথ চলে গেছে মৃত্যুর শুষ্ক উপত্যকায়
মহেঞ্জোদারোর টেরাকোটা গুহা থেকে বেরিয়ে
হেঁটেছিল যারা একদিন সার বাঁধা পিপড়ের মতো
আজ কংকাল বাহুতে তাদের ক্রোধের বিক্ষোভ
ঠোঁটে খুদ নেই, হাহাকার শূন্য মশক
আহা! এই তবে নতুন বছর!
ক্যালেন্ডার খামচে নামা ধুসর শব্দ-অক্ষর
আতস আলোকে জ্বলা রাতের আকাশ
আর সারি সারি শুকনো থালা, শূন্য গেলাস
এই তবে প্রভাত নতুন!!
কাকে তবে ডাক দেবো আমি
এই ছেঁড়া-ফাটা নিস্তব্ধ ভাটির দেশে?
বিভ্রান্ত ঘোটকীর মতো দিকভ্রান্ত মানুষ
ক্ষুধা আর তৃষ্ণার পীড়নে নাকাল
দিগন্তে ছড়িয়ে আছে শিরশিরে হাত আর হাত
তবু রসাল ফলের মতো লোলুপ দৃষ্টি কতক
মসনদে ঝুলছে এখনও
এখনো রঙিন নিয়নে নামছে সন্ধ্যা
আর ট্রাফিকের দৃষ্টিসীমায় যত সচল ধনবান
তাতে ভীষণ স্তব্ধ হয়ে আসে লুলো ভিখিরীর গান...
চলো কোন নগ্ন পাহাড়ে আমরাও দাঁড়িয়ে যাই এবার
কণ্ঠের সমস্ত উপশিরা ছিঁড়ে ফেলে
ডাক দেই একবার,
দেখি, ভাটির দেশের ঘুম ভাঙবার সময় হলো কি না...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment