Tuesday, October 28, 2008

মাটির গন্ধ মেখে ঘুমোতে গেলাম

বহুদিন এই পথ আর কাঁদেনি তেমন। খসখসে তালুতে কন্যার অশ্রু মুছে গনগনে সূর্য খুঁজতে পথে নেমেছিল জনপদের এক নির্জন সিংহপুরুষ। এই লালমাটির দোভাষী, প্যামফ্লেট, মুমুর্ষু চিরকুট, সবই হায় বোবা হয়েছিল সেদিন। শিমুলের নির্বোধ ফুল শুকোবার আগেই সিংহলের নরম কাদায় ঘুমিয়ে ঘুমিয়ে রঙিন সংসার এঁকেছিল সিংহের সে জাতক।

ইতিহাসের নীলাভ পাতায় পাতায় সেসব নিরীহ কঙ্কাল, স্বর্ণমুদ্রা আর ষোড়শী কন্যার নরম চিঠি ডাঁই হয়ে ঘুমিয়ে আছে এখনও।

বিঘত ঘনিষ্ঠ স্বজনদের মিছিল আবারও সার বেঁধেছে সূর্যের খোঁজে। এই প্রশস্ত গণিত আর বেতারের কালে ভাঁজ করা আগ্নেয়াস্ত্রে মুগ্ধ সবাই। মোমের গন্ধ শুকিয়ে গেছে ইকারুসের। আর প্রলম্বিত ডানার তীব্র সঙ্গীতে ঢেউ উঠেছে মহাদেশের নাভিমূলে।

ওরা আসছে।

1 comment:

Anowar Hossain said...

হ্যালো বালিকা
-মোঃ আনোয়ার হোসে

হ্যালো!
বলো শুনছি।
কী করছ?
হেলে আছি?
হেলে আছ!
বুঝো নি।
হেলান দিয়ে শুয়ে আছি।
ও আচ্ছা বুঝিছি।
কতটুকু হেলে আছ?
যতটুকু তোমার প্রয়োজন।
মানে!
বুঝো নি তোমার সুবিধা মতন।
হেয়ালীপনা ছাড় কথা শুন।
শুনছি তো বলো।
একটুকু খানি সড়।
কেন কেন?
দেখতে পাবে তো!
বলো কী এই শুন?
একটু ছুঁয়ে দেওয়া যায় না বুঝি।
যাবে যাবে একশত বার যাবে।
তোমার রাতে ঘুম হয় তো।
ঘুম পারিয়ে দেবে বুঝি!
না না তা না।
তাহলে দেও একটি চুমু।