Thursday, October 23, 2008

লিরিকস নিয়ে ফিরলুম

আকাশ ভেঙে মেঘ করেছে
চেতন ভাঙা হাসি,
বৃষ্টি ভেজা নরম বিকেল
ভীষণ ভালবাসি।

বৃষ্টি নতুন, বৃষ্টি অঝোর
চোখ ভিজেছে ভারি,
উদোম পায়ে ভিজবো এবার
রোদ্র তোমায় আড়ি।
মন ম’জেছে কদম ঘ্রাণে
বনবাতাসি ডাকে,
দুপুর গ’ড়ে বিকেল হারায়
স্বপ্ন জেগেই থাকে।
ঝপাৎ নামে সাঁঝের আকাশ
ঝিঁঝিঁর কোরাস বাঁশি,
বৃষ্টি মুখর মগ্ন আঁধার
ভীষণ ভালবাসি।

দিন মিলিয়ে সাঁঝ গড়ালো
নিয়ন আলো ফিকে,
কুহক চাদর আসলো নেমে
দিগন্তে দশদিকে।
বৃষ্টি মাতাল মগ্ন পথিক
জিরোবে কোথায় বলো,
মেঘের ভাঁজে তারার পৃথিবী
দৃষ্টিটা ছলছল।
ঘুম ঘুম দেশে স্বপ্ন পরীরা
কেঁদে যায় পরবাসী,
মোমের আলোয় চলনা একাকি
কবিতা নিয়েই বসি।

[অনেকদিন ব্লগে আসতে পারিনি। আজ আসলাম। সদ্য লেখা লিরিকসটা পোস্ট দিলাম।]

1 comment:

Anonymous said...

অসাধারণ!চালিয়ে যান।